পিঁপড়ার উৎপাত থেকে মুক্তি পেতে

প্রকাশ : ০৯ জুন ২০১৬, ০২:৪৫

জাগরণীয়া ডেস্ক

শহরে এখন অনেকেই বাড়িতে পিঁপড়ার উৎপাতে অতিষ্ট! খাবার টেবিলে, রান্না ঘরে, শোবার ঘরে পিঁপড়া। বাড়িতে ছোট শিশু তাই পিঁপড়া নিধনে বিষাক্ত কিছু ব্যবহার করতে পারছেন না।

কিন্তু এসব বিষাক্ত বস্তু ছাড়াও পিঁপড়ার উৎপাত থেকে মুক্তি পেতে পারেন সহজেই।

সবকিছু পরিষ্কার রাখুন
বাসা-বাড়ির সব কোণায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। পানিতে কীটনাশক লিকুইড মিশিয়ে প্রতিদিনি দু’বার করে মেঝে মুছতে পারেন। কোথাও নোংরা জমতে দেবেন না। ডাস্টবিন সব সময় খালি রাখার চেষ্টা করুন। ডাইনিং টেবিলে খাবার দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। খাওয়া শেষে বাসনপত্র ধুয়ে রাখুন।

সাদা ভিনেগার
এটি পিঁপড়ার যম। পানি ও সম পরিমাণ সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে করুন ঘরের সব কোণায়।

দারুচিনি গুঁড়া
যেসব জায়গায় পিঁপড়ার উৎপাত বেশি সেখানে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন। এর গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না।

লবণ
গরম পানিতে কয়েক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণ ঠাণ্ডা করে সম্ভাব্য জায়গাগুলোতে স্প্রে করুন। পিঁপড়া আশেপাশেও ঘেঁষবে না।

চক অথবা বেবি পাউডার
চকগুঁড়া পানিতে গুলে ঘরের বিভিন্ন কোণে এবং দেয়ালে ছড়িয়ে দিন। এ কাজটি বেবি পাউডার দিয়েও করতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত