যত্নে থাকুক কাপড়

প্রকাশ : ২৬ মে ২০১৬, ০২:৫৮

জাগরণীয়া ডেস্ক

কাপড়ের যত্নে জেনে নিন নিচের টিপসগুলো:

*রঙিন কাপড় ধোয়ার পর ছাদে না দিয়ে বারান্দায় হালকা রোদে শুকাতে হবে।

*যেকোনো কাপড়ই হোক, ব্যবহারের পর ঘামে ভেজা অবস্থায় রাখা যাবে না।

*কাপড় যখন ধোয়া হবে তখন খেয়াল রাখতে হবে, এক কাপড়ের রং যেন লেগে না যায় অন্য কাপড়ে।

*যদি রং লেগে যায়, তাহলে সাবান দিয়ে ধুয়ে পানি পুরোটা ঝরিয়ে আবার এক বালতি পানির ভেতর সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পানির পরিমাণ যেন বেশি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। বেশি রং লেগে গেলে দু-তিনবার পানি পরিবর্তন করে এক রাত বা দিনের বেলায় পাঁচ থেকে ছয় ঘণ্টা ভিজিয়ে রাখলে রং চলে যায়। যে রঙের আভা থাকে, একবারে পুরোটা না গেলে দু বা তিনবার এভাবে করা যেতে পারে।

*বাজারে যেসব ফ্রেশনার পাওয়া যায় সেগুলো আলমারিতে ব্যবহার করা যেতে পারে। তাতে কাপড়ে বাজে গন্ধ হবে না।

*মাঝেমধ্যে আলমারিটা রাতে খুলে রাখা উচিত। তাতে কাপড়টা ভালো থাকে। ছত্রাক, তিলা পড়া থেকে রক্ষা পায়।

*সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না সাবান-পানিতে।

*অনেক সময় দেখা যায়, ঘামে ভিজে বাহুমূলের দিকে বিবর্ণ হয়ে যায়। পোশাকটা ব্যবহারের পর তাই ওই জায়গাটুকু সাবান দিয়ে ধুয়ে ইস্ত্রি করে রাখতে হবে। ঘামসহ রাখলে গন্ধ হয়ে যাবে।

*যেকোনো কাপড়ই ব্যবহার করে ইস্ত্রি করে পরিপাটি করে পরা উচিত।

*তবে ইস্ত্রি করা কাপড় দীর্ঘদিন আলমারিতে তুলে না রেখে মাঝেমধ্যে ব্যবহার করতে হবে। না হলে কাপড়ের ভাঁজে ভাঁজে হলুদ দাগ পড়ে যাবে।

*মাঝেমধ্যে তুলে রাখা কাপড়গুলো রোদে দিতে হবে। তা না হলে ছত্রাক পড়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত