জিভ পুড়ে গেলে যা করবেন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৮, ২১:৪৫

অনলাইন ডেস্ক

এই শীতে গরম কিছু মুখে দিলে জিহবা পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। অসতর্কতায় পুড়ে গেলেও আমরা তেমন আমল দেই না। কিন্তু চিকিৎসকদের মতে, জিভ পুড়ে যাওয়াকে সম্পূর্ণ অবহেলা ঠিক নয়। বেশি পুড়ে গেলে জিভের প্রদাহ থেকেই মুখে নানা সংক্রমণ ঘটতে পারে। তাই পুড়ে গেলে দ্রুত স্বস্তি আনতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায়। যেমন- 

বরফ: বরফ রাখুন জিভের পুড়ে যাওয়া অংশে। এতে ঠাণ্ডা অনুভূতি হবে ও প্রদাহ সারবে দ্রুত। বরফ একান্তই না পেলে ঠাণ্ডা পানি দিয়ে কুলকুচি করুন।

মধু: মধুতে আছে দারুণ অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান। তাই জ্বালা কমাতে তাই পোড়া অংশে মধুর প্রলেপ দিন।

অ্যালোভেরা:  অ্যালোভেরা জিভে ঠাণ্ডা ভাব এনে পোড়া জায়গায় আরাম দেবে।