x

এইমাত্র

  •  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৯১৮, মারা গেছেন ১৯ জন: এনডিটিভি
  •  ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬০ জন; মোট ১০১৯। আক্রান্ত বেড়ে ১৭ হাজার ৮৯: ইভনিং স্ট্যান্ডার্ড
  •  জার্মানিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
  •  ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৫৪০৯ এবং মৃত ২৫১৭

হঠাৎ পুড়ে গেলে করণীয়

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৬

জাগরণীয়া ডেস্ক

কাজ করার সময় অসাবধানতায় আমাদের ছোট ছোট দুর্ঘটনাও হতে পারে। এরমধ্যে অন্যতম হাত পোড়া। এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করুন-

মিন্ট পেস্ট 
কোথাও পুড়ে গেলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিন। এবার পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে পুরু করে মিন্ট পেস্ট লাগিয়ে নিন।  

মধু 
এন্টিব্যাকটেরিয়াল হওয়ায় ক্ষত স্থানে মধু ব্যবহার করুন। অল্প সময়েই জ্বালা কমে শীতল হবে। 

লবণ
লবণ ফোস্কা সারাতে ও দ্রুত পুড়ে যাওয়া সারিয়ে তুলতে কাজ করে। কোথাও পুড়ে গেলে সঙ্গে সঙ্গে একটু লবণ মেখে নিন, ফোস্কা পড়বেনা।

অ্যালোভেরা 
জ্বালা কমাতে ও দাগ সারিয়ে তুলতে অ্যালোভেরার জেল ব্যবহার করুন। 

দুধ 
দুধের প্রোটিন ও ফ্যাট দ্রুত ঠাণ্ডা অনুভুতি দেয়। পোড়া স্থান মাত্র ১৫ মিনিট ঠাণ্ডা দুধের ভেতর রাখুন।

 

সতর্কতা

•    রান্না করার সময় চুল খোলা রাখবেন না 
•    ফোনে কথা বলা বা অন্য কোনো কাজ করতে হলে আগে চুলা বন্ধ করে নিন
•    শিশুদের চুলার কাছে আসতে দেবেন না
•    জরুরি যোগাযোগের জন্য পরিবারের কারো ও ফায়ার সার্ভিসের নাম্বার একটি কাগজে লিখে রাখুন।

এই সব ব্যবস্থাই কিন্তু খুব সামান্য পুড়ে গেলে নিতে পারেন। তবে যদি বেশি পুড়ে যায় বা খুব বেশি জ্বালা করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত