ছোট অফিস গোছাতে যা যা লাগবে

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৯:১৮

জাগরণীয়া ডেস্ক

অফিস চালাতে হলে কিন্তু নূন্যতম কিছু জিনিস হাতের কাছে রাখতেই হবে, তা না হলে অফিস চালানো বেশ কঠিন। কাজেই, নিজেই যদি অফিস খুলতে চান, তা হলে দেখে নিন, মূল কী কী জিনিস লাগবে। 

স্টেশনারি: যে কোনও ধরনের অফিসেই তার প্রয়োজন অনুসারে কিছু স্টেশনারি জিনিসপত্র হাতের কাছে রাখতেই হয়। অফিস অনুসারে সে সব কিনে ফেলুন। 

কম্পিউটার: আধুনিক যুগে অফিস চালানোর জন্যই কম্পিউটারের ব্যবহার আবশ্যিক। তাই আপনার অফিসে রাখুন ভাল ভাবে কাজ চালানোর জন্য উপযুক্ত কম্পিউটার প্রয়োজন।ঙ্কাজের ধরণ ও প্রয়োজন অনুসারে অফিসে কম্পিউটার সেট আপ দিন।

প্রিন্টার: কেবল কম্পিউটার থাকলেই কিন্তু হবে না, দরকার ভাল মানের একটি প্রিন্টার মেশিনও। অফিসের প্রয়োজন অনুপাতে সেরে রাখুন ইলেক্ট্রিকের যাবতীয় কাজকর্মও।

চেয়ার:  কর্মী সংখ্যার উপর নির্ভর করে তেমন চেয়ার কিনে নিতে পারেন। সাধারণত সব অফিসেই চাকা লাগানো ঘোরানো চেয়ার ব্যবহৃত হয়। তা সুদৃশ্য ও আরামদায়ক। অফিসে আভিজাত্য যোগ করে। 

ডাটা স্টোরেজ: অফিসে নানা তথ্য ও নথির চাপ থাকেই। কাজেই অবশ্যই হাতের কাছে রাখুন ডাটা স্টোরেজ ড্রাইভ।

কফি মেশিন ও ফিল্টার: অফিস চললে কর্মীদের চা-কফির তেষ্টা পাবেই। কাজের ফাঁকে চা-কফি-পানির পর্যাপ্ত জোগান থাকা প্রয়োজন।

ঘর সাজানোর গাছ: অফিসের সৌন্দর্যের জন্য অফিসের ঘরটি সাজিয়ে ফেলুন ছোট ছোট বাহারি গাছে। এতে অফিসের পরিবেশে স্নিগ্ধতা থাকবে। কাজের ক্লান্তি দূর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত