সাদা পোশাক থেকে ঘামের দাগ তুলুন সহজেই
প্রকাশ | ২৯ মার্চ ২০১৮, ০০:০৮
এই গরমে ধুলোবালি আর ঘামে একবার পড়লেই সাদা পোশাকে দাগ হয়ে যায়। অথচ স্কুল কলেজের বেশিরভাগেরই ইউনিফর্মই সাদা। সেই সাথে বেশ কিছু অফিসেও সাদা পোশাককে প্রাধান্য দেয়া হয়। সাদা কাপড় থেকে দাগ তোলার সহজ একটি উপায়।
উপকরণ:
এক কাপ ভিনেগার, ১/২ কাপ বেকিং সোডা,এক টেবিল চামচ লবণ, এক টেবিল চামচ হাইড্রোজেন পারঅক্সাইড
পদ্ধতি:
একটি চিনামাটির বাটিতে বেকিং সোডা, লবণ ও হাইড্রোজেন পারঅক্সাইড একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রন তৈরি করুন।
ঘামের দাগ পোশাক থেকে তুলতে প্রথমে হালকা গরম পানিতে সামান্য ভিনেগার যোগ করুন। সেখানে সাদা জামাটি ভিজিয়ে রাখুন অন্তত ২০ মিনিট। এবারটি জামাটি তুলে অতিরিক্ত পানি ছাড়িয়ে নিন। এবার দাগের জায়গায় মিশ্রণটি লাগিয়ে নিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এবার দেখুন সাদা ধবধবে আপনার পছন্দের সাদা জামাটি।