ত্বকের যত্নে গোলাপ
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৩
ত্বকের যত্নে গোলাপ একটি ভালো উপাদান। রূপচর্চায় গোলাপের ব্যবহার অনেককাল ধরেই। চলুন জেনে নিই রূপচর্চায় গোলাপের ব্যবহার-
ত্বকের ঔজ্জলতা বাড়াতে গোলাপ আর মধুর পেস্ট লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিতে হবে। নিয়মিত করলে ত্বকের রঙ উজ্জ্বল হবে।
ত্বকে ময়েশ্চারাইজার বানাতে পারেন গোলাপ দিয়ে । অলিভ অয়েল ২ টেবিল চামচ ও ১ চা চামচ গোলাপের রস একটি ভালো ময়েশ্চারাইজার।
গোলাপের রস, আমন্ড অয়েল ও শসার রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। রোদে পুড়া থেকে বাঁচবে ত্বক।
বেসনের সঙ্গে গোলাপ বাটা মিশিয়ে মুখে লাগানোর ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। নিয়মিত করলে ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যাবে।
ঠোঁটের কালচে ভাব দূর করতে গোলাপের পাপড়ি বেটে তার সাথে দুধ আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং তুলা দিয়ে ঠোঁটে লাগিয়ে রেখে দিন ১০ মিনিট। কালো দাগ দূরের পাশাপাশি ঠোঁটে ফুটে উঠবে গোলাপি আভা।
ডার্ক সার্কেল দূর করতে একটি পাত্রে কিছু সময় ধরে গোলাপ ভিজিয়ে রাখুন তারপর তুলা দিয়ে সেই পানি চোখে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন।
সতর্কতা:
যাদের ফুলে এলার্জি আছে তাদের এই প্যাক ব্যবহার করবেন না।
কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া আছে কীনা সে বিষয়ে নিজেই নিশ্চিত হতে পারেন সহজে। প্যাক ব্যবহার করার আগে কানের পেছনে একটু লাগিয়ে নিন। যদি না জ্বলে বা না চুলকায় তাহলে ব্যবহার করা নিরাপদ।