মানসিক চাপে ত্বকের ক্ষতি
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৮, ২২:২০
কাজের চাপ, বাড়িতে চাপ সব মিলিয়ে মানসিক চাপ বা স্ট্রেসের কারণে নষ্ট হয়ে যেতে পারে আমাদের ত্বক। জেনে নিন কীভাবে-
১. যদি ত্বকে একজিমার মতো সমস্যা থেকে থাকে তা স্ট্রেসের প্রভাবে তা বেড়ে যায়। ফলে ত্বকের অবস্থা খারাপ হতে থাকে।
২. অতিরিক্ত স্ট্রেসের ফলে ত্বকে অ্যান্ড্রোজেন হরমোনের নিঃসরণের কারণে তৈলাক্ত ত্বক আরও তৈলাক্ত হয়ে ওঠে।
৩. অতিরিক্ত মানসিক চাপের ফলে মুখের চারপাশ ও চোখের কোণে বলিরেখা ফুটে ওঠে।
৪. অতিরিক্ত স্ট্রেসের ফলে কর্টিসল হরমোন নিঃসরণ ত্বককে ডিহাইড্রেটেড করে দেয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক ও অনুজ্জ্বল দেখায়।
৫. অতিরিক্ত স্ট্রেস হলে ত্বকের বিভিন্ন গ্রন্থি উত্তেজিত হয়ে ওঠে। যার ফলে বিভিন্ন রাসায়নিকের ক্ষরণ হয় ও ত্বকে চুলকানি, প্রদাহ হয়।