ডার্ক সার্কেল দূর করতে দুধ
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৮, ০০:৫০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮, ২২:৪৩
অনলাইন ডেস্ক
মানসিক চাপ, রাত জাগার কারণে ডার্ক সার্কেল পড়লেও অনেকের কারণ ছাড়াই চোখের নিচে কালি জমতে পারে। চোখের নিচে কালচে দাগ বা ডার্ক সার্কেল রোধে ঠান্ডা দুধ হতে পারে অন্যতম রুপচর্চার উপকরণ।
ফ্রিজে রেখে দুধ ঠাণ্ডা করে নিন।
এরপর এই দুধ তুলোর প্যাডে লাগিয়ে নিন। এরপর এই তুলোর প্যাড চোখ বন্ধ করে চোখের উপর চেপে লাগিয়ে নিন। ১০ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে চোখের নিচে কালো দাগ হালকা হয়ে আসবে।