ফাউন্ডেশন ব্যবহারের নিয়ম

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৫:২৬

জাগরণীয়া ডেস্ক

ঘরের বাইরে বের হলে নিজেকে একটু গুছিয়ে বের হতেই হয়। এ ক্ষেত্রে অনেকে সাজের প্রসাধনীতে ফাউন্ডেশন ব্যবহার করেন। আর ত্বকের ছিদ্র ঢাকতে ফাউন্ডেশন বেশ কাজ করে। তবে ফাউন্ডেশন কি প্রতিদিন ব্যবহার করা ঠিক? জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

ফাউন্ডেশন ব্যবহার ত্বকের ছিদ্রগুলোকে ঢাকতে সাহায্য করে এবং সূর্য থেকে ত্বককে রক্ষা করে। তবে এটি ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় এবং ত্বককে পানিশূন্য করে ফেলে। তাই প্রতিদিন ফাউন্ডেশন ব্যব্হারের আগে একটু সতর্ক হোন। এ ক্ষেত্রে ফাউন্ডেশন ব্যবহারের আগে ও পরে কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। 

ফাউন্ডেশন ব্যবহারের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এমনকি তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 

তৈলাক্ত ত্বক হলে ব্যবহার করতে পারেন ওয়াটার বেজ ময়েশ্চারাইজার। আর শুষ্ক ত্বকে ব্যবহার করতে পারেন অয়েল বেজ ময়েশ্চারাইজার। এরপর ফাউন্ডেশন ব্যবহার করুন।  

এ ছাড়া ফাউন্ডেশনের বিকল্প হিসেবে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করা যেতে পারে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত