উচ্চমাধ্যমিক পাসেই ২২৬ জনের চাকরি কর্মসংস্থান ব্যাংকে

প্রকাশ | ০২ মে ২০১৭, ২০:৩২

অনলাইন ডেস্ক

জনবল নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২২৬ জন প্রকৃত ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের সরাসরি নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ এবং বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে। এ ছাড়া কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বয়স
আবেদনকারীর বয়সসীমা ১৫ মে, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের (www.bdjobs.com/kb) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন করা যাবে। তবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন সঠিকভাবে সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করার সময়সীমা ৩ মে, ২০১৭ সকাল ১০ টা থেকে ১৫ মে, ২০১৭ রাত ১২টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে