জাবিতে ২ দিনব্যাপী চাকরি মেলা
প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ১৯:৫৪
ফোরাম অব ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস’র (এফইবি-জেইউ) উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী চাকরি মেলা-২০১৭ শুরু হচ্ছে।
৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফইবি-জেইউ’র সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করতে চায়, তাদের জন্য দেশের নামি-দামি কোম্পানিগুলো দোর গোড়ায় নিয়ে আসা এবং সেই সব প্রতিষ্ঠানে তারা কীভাবে ভালো অবস্থান করে নিতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
আগামি ৭ ও ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পাশে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মেলায় অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে চারটি মাস্টার ক্লাস সেশন নেওয়া হবে। এই ক্লাসে সিভি তৈরির কৌশল, কীভাবে চাকরির ভাইভাতে ভালো করা যায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্টার ক্লাস সেশন ছাড়াও থাকছে উন্মক্ত প্রশ্নোত্তর পর্ব।
মেলায় দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু সায়েম রিমন, সদস্য মোহাম্মদ আল-আমিন গাজী, বর্তমান কোষাধ্যক্ষ নওরীন মাহমুদ, সহ-সম্পাদক তাসনিয়া আহম্মেদ প্রমুখ।