ওয়ান ব্যাংকে চাকুরীর সুযোগ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:২০

অনলাইন ডেস্ক

ব্যাংকে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে ওয়ান ব্যাংক লিমিটেডে।

পদের নাম : ‘স্পেশাল ক্যাডার অফিসার (পঞ্চম ব্যাচ)’

যোগ্যতা: ৩.৫০ সিজিপিএ নিয়ে এমবিএ পাস। শর্তসাপেক্ষে নির্দিষ্ট বিষয়ে স্নাতকরাও আবেদন করতে পারবেন। (শর্তাবলী: সার্কুলার দ্রষ্টব্য)

বয়সসীমা: ৩১ জানুয়ারিতে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

বেতন: শিক্ষানবিশকালে ৪২ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০১৭
http://cdn.banglatribune.com/contents/cache/images/1000x0x1/uploads/media/2017/01/02/84bc8c0d9ef0c8f75335b15f1af29378-586a2a0d1b2f9.jpg