র্যাংগস মটরস ২১ কর্মকর্তা নিয়োগ দেবে
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:৩৩
র্যাংগস মটরস লিমিটেডের বিপণণ বিভাগে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যানেজার (সেলস/ কর্পোরেট সেলস) পদে ৪জন, ডেপুটি ম্যানেজার (কর্পোরেট সেলস) পদে ১জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস/ কর্পোরেট সেলস) পদে ৪জন, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) পদে ১১জন, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট সেলস) পদে ১জনসহ মোট ২১ জন নিয়োগ পাবেন।
পদগুলোতে আবেদনের জন্য স্নাতক/ মাস্টার্স অথবা বিবিএ/ এমবিএ (মেজর ইন মার্কেটিং) ডিগ্রি থাকতে হবে। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পদের জন্য ৮ থেকে ১০ বছর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা কভার লেটার ও এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি পাঠাতে হবে হেড অব হিউম্যান রিসোর্সেস, র্যাংগস মটরস লিমিটেড, ১১৭/এ (লেভেল-৪), পুরাতন বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা- ১২১৫ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি ২০১৭