আখচাষী মহিলা ডিগ্রি কলেজে জনবল নিয়োগ
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৯
২০১৮ এর সর্বশেষ জনবল কাঠামো এবং সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত আখচাষী মহিলা ডিগ্রি কলেজে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: প্রভাষক। স্নাতক (পাস) শ্রেণিতে (বিএ ও বিএসএস)
পদ সংখ্যা: ৪টি (ইসলাম শিক্ষা -২টি, ও গার্হস্থ্য বিজ্ঞান -২টি)
পদের নাম: প্রভাষক (অনার্স কোর্সের জন্য)
পদ সংখ্যা: ২৫টি (ভূগোল ও পরিবেশ -৫টি, সমাজকর্ম -৫টি, রাস্ট্রবিজ্ঞান -৫টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি -৫টি, ব্যবস্থাপনা -৫টি)
পদের নাম: গবেষণাগার/ল্যাব সহকারী
পদ সংখ্যা: ৪টি
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। পূর্বে যারা উক্ত পদের জন্য আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।