২৭ জুন : ইতিহাসের এই দিনে
প্রকাশ | ২৭ জুন ২০১৭, ১৬:৪০
২৭ জুন ২০১৭, মঙ্গলবার। ১৩ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৮ তম (অধিবর্ষে ১৭৯ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৫৯ - কুইবেক যুদ্ধ শুরু হয়।
১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।
১৯৭৪ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্ন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।
১৯৭৭ - জিবুতি (সাবেক ফরাসী সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৯১ - বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮১০০ ডলারে বিক্রি হয়।
২০০৭ - গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম
১৮৮০ - অন্ধ ও বধির মার্কিন লেখিকা ও মনীষী হেলেন কেলার।
১৯২২ - সাংবাদিক জহুর হোসেন চৌধুরী।
১৯৪১ - ক্রিস্তফ কিয়েশলফস্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
১৯৫৯ - আমেরিকান গায়িকা লরে মরগান।
১৯৭৭ - রাউল গনজালেস, একজন স্পানিশ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৮২৯ - ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন।
১৮৩৯ - শিখ রাজা রণজিত সিংহ।
১৯৫৭ - ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরি।
১৯৭৯ - কবি বন্দে আলী মিঞা।
১৯৮০ - ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।
২০০০ - বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য।