২৬ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৭, ১০:৫৪

অনলাইন ডেস্ক
নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা অবলা বসু

২৬ এপ্রিল ২০১৭, বুধবার। ১৩ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৬ তম (অধিবর্ষে ১১৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৯১৫ - যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (secret treaty of London) ইতালিকে ব্রেনার গিরিপথ (Brenner pass) পর্যন্ত ত্রেন্তিনো (Trentino), তিরোল (Tirol), ইস্ত্রিয়া (Istria), ডালমাসিয়া (Dalmatia), দোদেকানিজে (Dodecanese) দিতে সম্মত হয়।
১৯৩৩ - সালের এই দিনে নাৎসিদের কুখ্যাত ‘গোপন রাষ্ট্রীয় পুলিশ’ বা গেস্টাপো বাহিনী গঠন করা হয়।
১৯৩৭ - স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গুয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়।
১৯৩৯ - ফ্রাঙ্কোর বিমান হামলায় গোয়ের্নিক শহর ধ্বংস : পিকাসো ক্ষুব্ধ : ‘গোয়ের্নিকা’ ছবি পরিকল্পিত।
১৯৫২ - পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা হয়।
১৯৫৪ - সালের এই দিনে উত্তর কোরিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জেনেভায় কোরিয়া সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
১৯৬১ - ফরাসি সেনাবাহিনীতে বিদ্রোহ ব্যর্থ হয়।
১৯৬২ - ইঙ্গ-আমেরিকান প্রথম উপগ্রহ এরিয়েল উৎক্ষেপিত।
১৯৬৩ - লিবিয়ার সংবিধানে গৃহীত হয় নারীদের ভোটাধিকার।
১৯৬৬ - তাসখন্দে জোরালো ভূমিকম্পে শহরটি ধসে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।
১৯৮৬ - সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের প্রিপিয়াত শহরে অবস্থিত চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে দূর্ঘটনা ঘটে।
১৯৯১ - মাদকাশক্তির দায়ে বিশ্বননন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়।
১৯৯৪ - তিন শতকের বর্ণ বৈষম্য ভেঙ্গে দক্ষিণ আফ্রিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে পরিচালিত অপারেশন ‘গ্রেপস অব রেথ’ গুটিয়ে নিতে বাধ্য হয়।
 
জন্ম
১৫৬৪ - লেখক, নাট্যকার শেক্সপিয়র।
১৭১১ - দার্শনিক ডেভিড হিউম।
১৮৮৫ - সঙ্গীতজ্ঞ আয়াত আলী খান।
১৮৯৪ - লেখক কাজী আবদুল ওদুদ।
১৮৯৮ - নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিসেন্তে আলেইসান্দ্রে।
 
মৃত্যু
১৯২০ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।
১২১১ - ইরাকের বিখ্যাত মুসলিম কবি কাজেম তামিমি বাগদাদি (৮০)।
১৯৫১ - নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা অবলা বসু।