২০ এপ্রিল: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ১১:৪৩
২০ এপ্রিল, ২০১৭, বৃহস্পতিবার। ০৬ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১০ তম (অধিবর্ষে ১১১ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৭০ - জেমস কুক নিউ সাউথ ওয়েলেস আবিষ্কার করেন।
১৯৪০ - ফিলাডেলফিয়ায় ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রদর্শিত হয়।
জন্ম
১৮৮৯ - এডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর।
১৯১৮ - শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।
১৯৩৪- আবুল খায়ের মুসলেহউদ্দিন কবি ও কথাসাহিত্যিক
১৯৪৯ - মাসিমো দালেমা, ইতালীয় রাজনীতিবিদ প্রধানমন্ত্রী।
মৃত্যু
১৯৭৭ - কথাসাহিত্যিক হুমায়ুন কাদির।
২০১১ - জেরার্ড স্মিথ, আমেরিকান গিটার।