৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৭, ১০:২৫
৭ এপ্রিল, ২০১৭, শুক্রবার। ২৪ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৭ তম (অধিবর্ষে ৯৮ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭২১ - রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেন দখলের জন্যে দেশটির উপর হামলা শুরু করে।
১৭৯৫ - ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
১৭৯৮ - তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত।
১৮১৮ - ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।
১৯৩৭ - ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে।
১৯৩৯ - ইতালির আলবেনিয়া দখল।
১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ - সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত।
১৯৫৬ - মরক্কোর স্বাধীনতা লাভ।
১৯৭৩ - বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।
১৯৮২ - মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৪ - বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে।
১৯৯৫ - উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে দশ বছর করে কারাদণ্ড প্রদান।
জন্ম
১৭৭০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজ কবি।
১৭৭২ - শার্ল ফুরিয়ে, ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী।
১৮৮৯ -গ্যাবরিয়েলা মিসট্রল, ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক।
১৮৯৭ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।
১৯২০ - রবি শংকর, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।
১৯৪৪ - গেরহার্ট শ্রোডার, জার্মান রাজনীতিবিদ।
১৯৯২ - এন্নিমেরা শিমেল, জার্মানীর ইসলাম বিশেষজ্ঞ।
মৃত্যু
১৯৪৭ - মার্কিন মোটরযান উৎপাদক হেনরি ফোর্ড।
১৯৫২ - আবদুস সালাম, ভাষা শহীদ।
২০০৭ - ব্যারি নেলসন, আমেরিকান অভিনেতা।
২০১২ - মিস রেড, ইংরেজি লেখক।
দিবস, ছুটি ও অন্যান্য
বিশ্ব স্বাস্থ্য দিবস