১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৬, ১২:১৩

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর ২০১৬, সোমবার। ২৫ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৩ তম (অধিবর্ষে ২৮৪ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৫৬ - লর্ড রবার্ট কাইভ মাদ্রাজ থেকে পাঁচটি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করেন।
১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
১৯৬৭ - মহাশূন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৭ - ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু।

জন্ম
১৮১৩ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
১৯১২ - অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক এবং রাজনীতিবিদ।
১৯১৬ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।
১৯৩০ - হ্যারল্ড পিন্টার, ২০০৫ খ্রীস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ সাহিত্যিক।
১৯৩৭ - সিরাজুল ইসলাম (অভিনেতা), বাংলাদেশী মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।

মৃত্যু
৬৪৪ - পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
১৫৩৯ - প্রথম শিখগুরু নানক।
১৯৭১ - সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।
১৯৯৪ - এস. এম. সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
২০০০ - সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।
২০০৪ - ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্রাভিনেতা। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
২০১১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

ছুটি ও অন্যান্য
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
স্তন ক্যান্সার সচেতনতা দিবস