৮ মার্চ: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১২:২৪

জাগরণীয়া ডেস্ক

৮ মার্চ ২০১৯, শুক্রবার। ২৫ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৭তম (অধিবর্ষে ৬৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৮ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১০১০ - কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।
১০৮০ - পোপ গ্রেগরী জার্মানীর রাজা চতুর্থ হেনরীকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন।
১৭২২ - গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের কাছে পরাজিত হন।
১৮১৭ - নিউইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।
১৮৬৫ - নর্থ সি ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।
১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট নেন।
১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স।
১৯১১ - দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
১৯১৭ - পেট্রোগ্রাদে রুশ বিপ্লব শুরু।
১৯৩০ - মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।
১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) পারমাণবিক বোমার অধিকার দাবি করে।
১৯৫৪ - পূর্ববঙ্গ পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে।
১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।
১৯৭২ - বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী।

জন্ম
১৭১৪ - জার্মান সঙ্গীতস্রষ্টা কার্ল ফিলিপ এমানুয়েল বাখের জন্ম।
১৮৫৪ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৮৩ - অটোহান, পদার্থ বিজ্ঞানী।
 
মৃত্যু
১৭০২ - তৃতীয় উইলিয়াম, ইংল্যান্ডের রাজা।
১৮৭৪ - মিলার্ড ফিল্‌মোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি।
১৯৩০ - উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্‌ট্‌ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
১৯৪২ - প্রগতিশীল লেখক সোমেন চন্দ।
২০০৪ - আবু আব্বাস, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা।
 
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক নারী দিবস (জাতিসংঘ)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত