২৩ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭

জাগরণীয়া ডেস্ক
বিশ্বভারতী

২৩ ডিসেম্বর, ২০১৮, রবিবার। ০৯ পৌষ, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৭ তম (অধিবর্ষে ৩৫৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৯১৮ - বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৯১৯ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৯ প্রবর্তন। 
১৯১৯ - মন্টেগু চেমসফোর্ড সংস্কার প্রস্তাব রাজকীয় অনুমোদন পায়। 

জন্ম
১৯২০ - সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯২৫ - পিয়ের‌ বেরেগোভোয়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৩৩ - বাংলাদেশি সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।
১৯৩৩ - সম্রাট আকিহিতো, জাপানের সম্রাট।
১৯৫২ - বাংলাদেশি লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল।

মৃত্যু
১৮৩৪ - টমাস ম্যালথাস, ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ।
২০০৪ - পি ভি নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী।
২০১১ - আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ), বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
২০১৩ - একে-৪৭-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত