৮ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ১৬:২৬

অনলাইন ডেস্ক
১৯১০ সালের ৮ নভেম্বর ওয়াশিংটন নির্বাচনে নারীরা প্রথমবারের মতো ভোট প্রদান করেন

৮ নভেম্বর, ২০১৮, বৃহস্পতিবার। ২৪ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১২ তম (অধিবর্ষে ৩১৩তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৩৩৯ - জার্মানীর শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়েছিলো।
১৪৯৪ - ইতালিতে বিদ্রোহ হয় ।
১৬৫৮ - সুইডেনের নৌবাহিনী পর্তুগীজ বাহিনীকে পরাজিত করে ।
১৭৩১ - ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন ।
১৮৮১ - সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।
১৮৯৫ - জার্মান পর্দাথবিদ উইলিয়াম কনরাড রঞ্জন এক্স রে আবিষ্কার করেন।
১৯১০ - ওয়াশিংটনের নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করেন।
১৯২৪ - অস্ট্রিয়ার চ্যান্সেলর ইগনাজ সেইপেল পদত্যাগ করেন।
১৯৩৯ - হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।
১৯৪২ - মিত্র শক্তি উত্তর আফ্রিকায় পর্দাপন করে।
১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।
১৯৬৪ - রাজকীয় আইএমএফ ব্রিটেনকে এক বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করে ।
১৯৭২ - আরব গেরিলারা ইজরাইলি খেলোয়াড়দের অপহরণ ও হত্যা করলে মিউনিখের অলিম্পিক পল্লী রক্তরঞ্জিত হয়।
১৯৮৪ - রিগ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুননির্বাচিত হন।
১৯৮৭ - তিউনিসিয়ায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বরগুইবা ক্ষমতাচ্যুত হন।
১৯৯১ - স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
১৯৯৮ - বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।

জন্ম
০০৩০ - নেরভা, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৫৭২ - প্রুশিয়ার ডিউক জোহান সিগিসমুন্ড।
১৬৫৬ - এডমন্ড হ্যালি, তিনি ছিলেন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
১৮৪৭ - জাঁ ক্যাসিমির-পেরিয়ের, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৮৪৮ - ফ্রিড্‌রিশ লুডভিগ গটলব ফ্রেগে, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৮৬২ - সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁ।
১৮৮৫ - জর্জ বউযিয়ানিস, তিনি ছিলেন গ্রিক পেইন্টার।
১৯০০ - খ্যাতিমান মার্কিন মহিলা লেখক মার্গারেট মিচাইল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়।
১৯২৩ - জ্যাক কিলবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী।
১৯২৭ - এল. কে. আদভানি, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের ৭তম উপ প্রধানমন্ত্রী।
১৯৩৮ - রিচার্ড স্টকের, তিনি ইংরেজ সুরকার, লেখক ও কবি।
১৯৪৬ - গুউস হিডিঙ্ক, তিনি ডাচ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৮ - পার্কার পসেয়, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯৭৮ - আলি করিমি, তিনি ইরানী ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৮ - জেসিকা লওন্ডেস, তিনি কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৯ - মরগ্যান সছনেইডেরলিন, তিনি ফরাসি ফুটবলার।

মৃত্যু
৬৭২ - মাওলানা জালাল উদ্দিন রুমি (র:)।
১৩০৮ - জন ডান্স স্কোটাস, তিনি ছিলেন একজন ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ।
১২৩১ - ফ্রান্সের রাজা অষ্টম লুইস।
১৬৭৪ - জন মিলটন, তিনি ছিলেন একজন ইংরেজ কবি।
১৮৮৭ - ইউজিন পতিয়ে, তিনি ছিলেন ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি ও পরিবহণ কর্মী।
১৮৯০ - সিসার ফ্রাঙ্ক, তিনি ছিলেন বেলজিয়ান অর্গানবাদক ও সুরকার।
১৮৯৩ - মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যান।
১৯৩৩ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, তিনি ছিলেন ভারতীয় আলোকচিত্র শিল্পী।
১৯৩৩ - আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন।
১৯৩৬ - প্রখ্যাত হিন্দী কথাসাহিত্যিক মুনশি প্রেমচাঁদ।
১৯৫৩ - ইভান বুনিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।
১৯৫৪ - সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী।
১৯৮৩ - জেমস হেডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
১৯৯৮ - রুমের গুডডেন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
২০০৯ - ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

দিবস
বিশ্ব আরবানিসম দিন