৩০ অক্টোবর: ইতিহাসের পাতা থেকে

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ১৪:২৫

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৮, মঙ্গলবার। ১৫ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৩ তম (অধিবর্ষে ৩০৪ তম) দিন। বছর শেষ হতে আরো ৬২ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৬৪- অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের দুই রাজার মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি।
১৯২২- ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন।
১৯২৩- কামাল পাশার (আতাতুর্ক) নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা।
২০০৩ - ডাঃ মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

জন্ম
১৭৩৫ - জন এডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৮৩৪ - স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী।
১৮৫৩ - প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি।
১৮৮৭ - সুকুমার রায়, শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স্ এর প্রবর্তক।
১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি।
১৯২৬ - রফিকউদ্দিন আহমদ, তদানিন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ।
১৯৬০ - দিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়।
১৯৬৬ - আবু মুসআব আজ-জারকাবি, জর্ডানীয় সন্ত্রাসবাদী।

মৃত্যু
১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার।
১৯৮৫ - ফজলে লোহানী বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব।