২৩ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১২:০৬

জাগরণীয়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার। ০৮ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৬ তম (অধিবর্ষে ২৯৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 

ঘটনাবলি
১৬৮১ - ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
১৭৬৪ - বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
১৭৯০ - হাইতিতে দাস বিদ্রোহ হয়।
১৮১৪ - ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
১৮৫৩ - রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।​
জন্ম
১৯২৯- শামসুর রাহমান, বাঙালী লেখক ও কবি।
১৯৪১- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৭৬-কানাডিয়ান অভিনেতা রায়ান রেনোল্ডস।
১৯৭৯- বাহুবলী খ্যাত তারকা প্রভাস।​

মৃত্যু
১৮৬৭ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
২০০৫ - আবদুর রাজ্জাক, বাংলাদেশী চিত্রশিল্পী ও ভাস্কর।
২০১২ - সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত