৬ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:১০

জাগরণীয়া ডেস্ক

০৬ অক্টোবর ২০১৮, শনিবার। ২১ আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৯ তম (অধিবর্ষে ২৮০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৬৯ - ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন। 
১৮৬০ - ভারতীয় দণ্ডবিধি আইনে পরিণত হয়। 
১৯০৮ - বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে। 

জন্ম
১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
১৮৮৭ - সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ের। 
১৮৯৩ - মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।
১৯০৮ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।
১৯৩০ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।
১৯৩৪ - আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশী অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং ভাষাসৈনিক।
১৯৪৬ - জন ক্রেইগ ভেন্টার, মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪৬ - টনি গ্রেগ, ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।

মৃত্যু 
১৮৯২ - ব্রিটিশ কবি লর্ড আলফ্রেড টেনিসন।
১৯৯২ - বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০১২ - আন্তোনিও থিসনেরস, একজন পেরুদেশীয় কবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত