৫ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:০০

জাগরণীয়া ডেস্ক
ফাতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম নারী বিচারপতি

০৫ অক্টোবর ২০১৮, শুক্রবার। ২০ আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৮ তম (অধিবর্ষে ২৭৯ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা।
১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা।
১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েলের ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা ।
১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু।
১৯৮৯ - কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফাতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম নারী বিচারপতি মনোনীত।
১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।

জন্ম
১৮২৯ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৯৩৬ - ভাকল্যাভ হ্যাভেল, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
১৯৪৯ - পিটার এক্‌রয়েড, যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
১৯৮৩ -জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।

মৃত্যু
১৮০৫ - ব্রিটিশ ভারতের গভর্ণর লর্ড কর্নওয়ালিস।
১৯৭৪ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
২০০৪ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত