২ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ০৮:৫৮

জাগরণীয়া ডেস্ক
পার্সিস খামবাট্টা, ফেমিনা মিস ইন্ডিয়া

২ অক্টোবর ২০১৮, মঙ্গলবার। ১৭ আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৫ তম (অধিবর্ষে ২৭৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড মিলিয়ে চতুর্শক্তির মৈত্রী জোট হয়।
১৭৯০ - যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৯৯৫ - বাংলাদেশ সরকার সাপটা চুক্তি অনুমোদন করে।
১৯৯৬ - মাদার তেরেসা আমেরিকার অনারারি সিটিজেনশিপ লাভ করেন।

জন্ম
১৮৬৯ - মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।
১৮৮৯ - খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী।
১৮৯৬ - লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।
১৯০৪ - গ্রাহাম গ্রীন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।
১৯৫০ - পার্সিস খামবাট্টা, একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।
১৯৬৪ - জনপ্রিয় সংগীতশিল্পী জেমস।

মৃত্যু
১৯০৬ - ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা।
১৯১৭ - অক্ষয়চন্দ্র সরকার, বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক।
১৯২৭ - নোবেলজয়ী সুইডিশ রসায়নবিদ অগাস্ট আরেনিয়াস।
২০১৭ - ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধা ও প্রখ্যাত কমিউনিস্ট নেতা বিপ্লবী কমরেড জসিমউদ্দীন মন্ডল।

ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক অহিংস দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত