৬ মে: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ০৬ মে ২০১৮, ১৩:৪৭
৬ মে ২০১৮, রবিবার। ২৩ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। ৬ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৬ তম (অধিবর্ষে ১২৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮৪০ - ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।
১৫২৯ - সম্রাট বাবর ঘাগড়া নামক যুদ্ধে আফগান প্রধানকে পরাজিত করেন।
১৯৬২ - প্রথম পোলারিশ নামক সাবমেরিন থেকে নিউক্লিয়ার গোলা ছোড়া হয়।
১৯৯৪ - ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত চ্যানেল টানেল নামক সুড়ঙ্গটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
২০১৭ - বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন।
জন্ম
১৭১১ - স্কটিশ দার্শনিক, অর্থনীতিবিদ ডেভিড হিউম।
১৭৪৪ - ফ্রান্সের বিখ্যাত জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ জ্যাঁ বাতিস্তা লামার্ক।
১৮৫৬ - মার্কিন মেরু অভিযাত্রী এডুইন পিয়ারি।
১৮৫৬ - অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডে।
১৯০৯ - পোলারয়েড ল্যান্ড ক্যামেরা আবিষ্কারক এডউইন হারবার্ট ল্যান্ড।
১৯৩২ - লেখক, অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদ।
মৃত্যু
১৫৮৯ - সঙ্গীতজ্ঞ তানেসেন।
১৯৩০ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা রজতকুমার সেন।
১৯৫২ - বিংশ শতাব্দীর সাম্যবাদী ধারার বাঙালি লেখক রেবতী মোহন বর্মণ।
২০১১ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
২০১৫ - ভাস্কর নভেরা আহমেদ।