৪ মে: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ০৪ মে ২০১৮, ১৫:১৩

অনলাইন ডেস্ক

৪ মে ২০১৮, শুক্রবার। ২১ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৪ তম (অধিবর্ষে ১২৫ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫০২  -  ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমূদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিস্কার করেন।
১৬২৬  -  ডাচ অভিযাত্রী পিটার মিনিট (Peter Minuit) ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন।
১৭৯৯  -  ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে টিপু সুলতান নিহত হয়।
১৮০০ - কলকাতা ফোর্ট উইইলয়াম কলেজ প্রতিষ্ঠা হয়।
১৮০৭  -  ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৬  -  শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।
১৯০৪  -  পানামা খাল খননের কাজ শুরু।
১৯১৯  -  চীনে ‘৪ মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণ আন্দোলনের সূচনা হয়।
১৯৪৫  -  জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
১৯৭৯  -  মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।
১৯৮২  -  ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।
১৯৯৪  -  গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরাইল এবং পিএলও’র মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর।

জন্ম
১৭৩৩  - ফরাসী জ্যোর্তিবিদ জাঁ শার্ল বোর্দা।
১৮২৫  - ইংরেজ জীববিজ্ঞানী হেনরী হক্সলি
১৮৪৯  - চিত্রশিল্পী ও সঙ্গীতজ্ঞ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
১৯২৯ -  অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।

মৃত্যু
১৯৫৬  -  স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাস।
১৯৫৭  -  কুখ্যাত ম্যাককার্টিযম দৃষ্টিভঙ্গির প্রবক্তা ও মার্কিন সিনেটর জোসেফ ম্যাক কার্টি।
১৯৬৬  -  বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী অতুলকৃষ্ণ ঘোষ।
১৯৬৭  -  মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা ও বিপ্লবী ইন্দুমতী সিংহ।
১৯৮০  -  যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল ইয়োসিপ ব্রোজ টিটু।
১৯৮৩ -   আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। 
১৯৯২  -  অর্থনীতিবিদ আখলাকুর রহমান।
১৯৯৩  -  কবি সানাউল হক।