২ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৮, ১৪:১৭

অনলাইন ডেস্ক

২ এপ্রিল ২০১৮, সোমবার। ১৯ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯২ তম (অধিবর্ষে ৯৩ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
জন্ম
১৮০৫ - হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীয় লেখক এবং কবি। (মৃ. ১৮৭৫)
১৮৪০ - এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক। (মৃ. ১৯০২)
১৯১৪ - আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০০)
১৯২৭ - পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।
১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৬৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।
ছুটি ও অন্যান্য
বিশ্ব অটিজম সচেতনতা দিবস (২০০৭ সাল থেকে প্রচলিত)