১১ মার্চ : ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ১৩:৫৫

জাগরণীয়া ডেস্ক

১১ মার্চ ২০১৮, রবিবার। ২৭ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭১ তম (অধিবর্ষে ৭২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৩৯৯ - চতুর্দশ শতকে পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুর্কি-মোঙ্গল সেনাপতি তৈমুর লং সিন্ধু নদী অতিক্রম করে ভারতে আসেন। 
১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য কোরান্ট’ প্রকাশিত হয় ।
১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের শান্তি চুক্তি স্বাক্ষর।
১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগলবাহিনী পরাজিত হয়।
১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
১৯১৭ – ব্রিটিশ বাহিনী বাগদাদ দখল করে।
১৯২০ - নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা আমির ফয়সলের।
১৯৩৫ - ব্যাংক অব কানাডার কার্যক্রম শুরু।
১৯৩৮ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানির বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।
১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।
১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।
১৯৭৭ - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় তাদের সঙ্গে ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে ব্রাজিল।
১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি লোক আহত হয়।

জন্ম
১৭৮৭ - আইজাক নবোকভ, রুশ জেনারেল।
১৮০৭ - লুই বুলাঝেঁ, ফরাসি চিত্রশিল্পী।
১৮৪০ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক। 
১৯১৫ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
১৯১৮ - ইন্দিরা দেবী, শিশুসাহিত্যিক।

মৃত্যু
১৮০৯ - হান্না কাউলি, ব্রিটিশ নাট্যকার ও কবি।
১৯৩১ - ফ্রিডখি সুর্নাউ, জার্মান চিত্রপরিচালক।
১৯৫৫ - আলেকজান্ডার ফ্লেমিং, নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী।
১৯৯১ - আবুল কাসেম, বাংলাদেশি রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত