২৪ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০
২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার। ১২ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৫ তম (অধিবর্ষে ৫৬ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৮৬- লর্ড কর্নওয়ালিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত।
১৮৪৮- ফরাসি বিপ্লবোত্তর ফ্রান্স প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার বা দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।
১৮৭৬- অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে চালু।
১৮৯১- ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু।
১৮৯৫- কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৯১৮- রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে এস্তোনিয়া।
১৯৩৮- যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু।
১৯৩৯- আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ের যুদ্ধ ঘোষণা।
১৯৪৮- লুই ফিলিপের ফ্রান্সের সিংহাসন ত্যাগ।
১৯৭২- বাংলাদেশকে ফিলিপাইনের স্বীকৃতি দান।
১৯৭৫- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হয়।
জন্ম
১৩০৪- বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা।
১৪৮৩- মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।
১৭৮৬- জার্মান লেখক ভিলহেল্ম গ্রিম।
১৯৩৯- বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম।
১৯৪৩- বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসনের জন্ম।
১৯৫৫- অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস।
মৃত্যু
১৮১০- ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস।
১৮৯২- রুশ লেখক কনস্তানতিন ফেদিন।
১৮৯৯- বার্তা সংস্থা রয়টারের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস ফন রয়টার।
১৯৯৯- বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ।