২৯ জানুয়ারি: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৮, ১৪:১৪
২৯ জানুয়ারি ২০১৮, সোমবার। ১৬ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯ তম (অধিবর্ষে ৩০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৫২৮ – মোঘল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।
১৮২০ – সম্রাট চতুর্থ জর্জ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।
১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন। এ যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।
১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।
২০১৫ - মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত ঘোষণা করে।
জন্ম
১৮৪৩ - উইলিয়াম ম্যাকিন্লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।
১৮৬০ - আন্তন পাভলোভিচ চেখভ, রাশিয়ান চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৯৫৪ - ওপ্রাহ উইন্ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।
১৮৯০ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ও সাহিত্যিক।
মৃত্যু
১৮৮৯ - ওসিপ জেটকিন, রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা।
১৯৭৬ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক।