১০ জানুয়ারি: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৮, ১৩:০২
১০ জানুয়ারি, ২০১৮, বুধবার। ২৭ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০ তম (অধিবর্ষে ১১ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৯২০ -ভার্সাই চুক্তি কার্যকর হয়।
১৯৭২ - পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
জন্ম
১৮৮৩ - আলেক্সেই নিকলাইয়েভিচ তলস্তোয়, সোভিয়েত রুশ লেখক।
১৯৭০ - আলিসা মারিখ, সার্বীয় গ্রান্ডমাস্টার, দাবা।
১৯৭২ - ব্রায়ান ললার, মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৭৩ - গ্লেন রবিনসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৭৪ - ঋত্বিক রোশন, ভারতীয় অভিনেতা।
১৯৭৫ - জ্যাক ডেলোমি, মার্কিন ফুটবল খেলোয়াড়।
১৯৭৬ - এডাম কেনেডী, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৭৮ - ব্রেন্ট স্মিথ, মার্কিন গায়ক, শাইনডাউন গানের দল।
১৯৪৮ - ডোনাল্ড ফাগেন,মার্কিন রক কিবোর্ডবাদক
১৯৪৮ - তেরেসা গ্রাভেস, মার্কিন অভিনেত্রী এবং কৌতুকাভিনেত্রী
১৯৪৮ - মিস্চা মায়স্ক্য়,, লাতভীয় বাদ্যযন্ত্রকারী
১৯৪৮ - উইলিয়াম স্যানডারসন, মার্কিন অভিনেতা এবং কৌতুকাভিনেতা
মৃত্যু
১৯৫১ - সিনক্লেয়ার লুইস, মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
২০১৬ - ডেভিড বোয়ি, ব্রিটিশ গায়ক, গীতিকার এবং অভিনেতা।