৮ জানুয়ারি: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৮, ১৩:২১
৮ জানুয়ারি, ২০১৮, সোমবার। ২৫ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮ তম (অধিবর্ষে ৯ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুর দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৯১৮ - মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার (fourteen points)-এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
১৯৭২ - পাকিস্তানের কারগার থেকে বাঙালি নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
জন্ম
১৯০৯ - আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক।
১৯৩৫ - এল্ভিস প্রেস্লি, কিংবদন্তীতুল্য মার্কিন রক্ সঙ্গীত শিল্পী।
১৯৪২ - স্টিফেন হকিং, ইংরেজ পদার্থবিদ।
১৯৪২ - জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৫ - টেলিসামাদ, বাংলাদেশি কৌতুক অভিনেতা।
মৃত্যু
১৩২৪ - মার্কো পোলো, ভেনিসিয় পর্যটক ও বনিক।
১৯৩৪ - আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
১৯৫০ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
২০১৩ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।