প্রাচীন গ্রিকদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য
প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৭, ১৬:৪০
প্রাচীন গ্রিকদের কাহিনী কার না ভালো লাগে? বিশেষ করে গ্রিক পুরাণের কাহিনী তো ব্যাপক জনপ্রিয়। এখানে জেনে নিন প্রাচীন গ্রিস সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য।
১. ক্লাসিক্যাল গ্রিক সংস্কৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ অব্দে। সেই সংস্কৃতি রোমান সাম্রাজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সেই সঙ্গে আধুনিক পশ্চিমা সংস্কৃতির ভিত গড়ে তোলে।
২. প্রাচীন গ্রিকের গণতন্ত্রই বিশ্বের প্রথম গণতান্ত্রিকব্যবস্থা হিসেবে স্বীকৃত। এ ব্যবস্থা ১৮৫ বছর টিকে থাকে।
৩. সেই সময়ের ক্লাসিক্যাল এথেন্সের জনসংখ্যার ৪০-৮০ শতাংশই ছিল কৃতদাস।
৪. খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ অব্দে অর্থনীতিতে গ্রিস ছিল সবচেয়ে এগিয়ে। সেই সময় তাদের অর্থনীতি ফুলে-ফেঁপে ওঠে।
৫. প্রাচীন গ্রিকরা নগ্ন হয়ে শরীরচর্চার কাজ করতো।
৬. প্রাচীন গ্রিসের যারা এথেন্সের অধিবাসী ছিল, তাদের ৭ বছরের ছেলেরা স্কুলে যেত। আর স্পার্টার বালকেরা একই বয়সে যেন সেনা ঘাঁটিতে।
৭. অভিজাত পরিবারের বাচ্চারা শিক্ষালাভের জন্য একদন গুরুর অধীনে শিক্ষা অর্জন করতো। তাদের মধ্যে এক অনবদ্য ভালোবাসা আর শ্রদ্ধাবোধ গড়ে উঠত।
৮. ‘স্কুল’ শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে যার অর্থ 'অবসর সময়'।
৯. প্রাচীন গ্রিসে ‘ইডিয়ট’ তাকে বলা হতো যে রাজনীতি করতো বা বুঝতো না।
১০. সেই সময়কার গ্রিসে পিথাগোরাস, ইউক্লিড বা আর্কিমিডিসের গণিতশাস্ত্র এখনও পড়ানো হয়।
১১. প্রাচীনকালে কারো প্রতি আপেল ছুঁড়ে মারার অর্থ হলো তার প্রতি ভালোবাসা প্রকাশ করা।
১২. ডাইনোসর শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ থেকে যার অর্থ 'ভয়ংকর লিজার্ড'।
১৩. প্রাচীন গ্রিক কিংবা রোমানরা অনেক সময়ই লবণের বিনিময়ে কৃতদাস কিনতো।
১৪. ‘ধর্ম’ বোঝানোর জন্য প্রাচীন গ্রিসে কোনো শব্দ ছিল না।
১৫. প্রাচীন রোমানরা গোসল করতে দারুণ পছন্দ করতেন। তারা সপ্তাহে অন্তত একদিন পাবলিক বাথরুমে গিয়ে গোসল করতেন।
সূত্র: ইন্টারনেট