১৮ আগস্ট: ইতিহাসের এই দিনে

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ২২:৪৪

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট ২০১৭, শুক্রবার। ৩ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩০ তম (অধিবর্ষে ২৩১ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১২০১ - রিগা শহর প্রতিষ্ঠিত হয়।
১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন।
১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ন বেনাপোর্ট সেদেশের সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন।
১৯৫৮ - ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।
১৯৬১ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।
১৯৭৪ - ভারত-পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা। 
২০০৮ - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ চাপের মুখে পদত্যাগ করেন। 

জন্ম
১৮৫০ - ফরাসি সাহিত্যিক বালজাক। 
১৯৩৩ - রোমান পোলানস্কি, একাডেমি পুরস্কার বিজয়ী পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৪৯ - সেলিম আল দীন, একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, গবেষক।

মৃত্যু
১৯৪৫ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী।
১৯৬৮ - মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
১৯৬৯ - সম্পাদক ও কবি হুমাযূন কবির। 
১৯৭৫ - শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।
১৯৮০ - দেবব্রত বিশ্বাস স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক।
১৯৯৮ - পার্সিস খামবাট্টা, একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।