৩০ জুলাই: ইতিহাসের এই দিনে
প্রকাশ | ৩০ জুলাই ২০১৭, ১৪:৩০
৩০ জুলাই ২০১৭, রবিবার। ১৫ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১১ তম (অধিবর্ষে ২১২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।
১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
১৬২৯ - ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
জন্ম
১৮৬৩ - হেনরি ফোর্ড-এর জন্ম।
১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, প্রখ্যাত জার্মান ফুটবলার।
১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
১৮৮৬ - এস মুথুলক্ষ্মী রেড্ডি-র জন্ম।
১৮৮৭ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯৯৬ - সাবরিনা পড়শী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
মৃত্যু
১৭৭১ - ইংরেজ কবি টমাস গ্রে।
১৯৮০ - বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।
১৯৮৭ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার।
২০০৭ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
ছুটি ও অন্যান্য
স্বাধীনতা দিবস, ভানাতু প্রজাতন্ত্র।