খাদিজার হাতে অপারেশন আজ, শঙ্কিত পরিবার

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৬, ০০:৩৩

অনলাইন ডেস্ক

সিলেটে ছাত্রলীগ নেতার কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দুই হাতে অস্ত্রোপচার করা হতে পারে। তবে এ জন্যে আবারও তাকে লাইফ সাপোর্টে রাখা হবে বলে শঙ্কিত হয়ে পড়েছে তার স্বজনেরা। 

সোমবার (১৬ অক্টোবর) তার ডান হাতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিমউদ্দিন ও খাদিজাকে তত্ত্বাবধানকারী চিকিৎসক স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট রেজাউস সাত্তার সাংবাদিকদের বলেছেন, আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের মাসল চেইনসহ একাধিক স্থান কেটে গেছে। এ কারণে তার হাতে অস্ত্রোপচার করতে হবে। হাসপাতালের অর্থোপেডিক সার্জনরা খাদিজার ডান হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার এ অস্ত্রোপচার করা হবে।

রেজাউস সাত্তার জানিয়েছেন, খাদিজার জ্ঞান না ফিরলেও নাম ধরে ডাকলে কিঞ্চিৎ সাড়া পাওয়া যাচ্ছে। লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। এ কারণে খাদিজাকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে থাকা হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে তার অবস্থার আরও উন্নতি হবে।

তবে খাদিজার মামা আবদুল বাসেত বলেন, ‘হাতে অপারেশন করতে হলে আবার লাইফ সাপোর্ট দেওয়া লাগবে; তাই আমরা শঙ্কিত।’

শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করেন। প্রথমে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৪ অক্টোবর তার মাথায় অস্ত্রোপচার করা হয়।