জেনে নিন শিশুর অটিজমের চিহ্ন/লক্ষণ
প্রকাশ | ২২ জুন ২০১৭, ০১:১৭
অটিজমের লক্ষণগুলো অনেক সময় ১৮ থেকে ২৪ মাসের মধ্যে পরিলক্ষিত নাও হতে পারে। অনেক সময় ২৪ মাস থেকে ৬ বছরের মধ্যে পরিলক্ষিত হতে পারে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট চিহ্নিত লক্ষণগুলো হলো-
বার মাস বয়সে শিশু কোনো শব্দ না করা। যেমন কু কু বু বু ইত্যাদি।
বার মাস বয়সে কোনো কিছু পাওয়ার জন্য হাত বা দৃষ্টি দিয়ে দেখিয়ে না দেওয়া বা কোনো কিছু আঁকড়ে না ধরা।
১৬ মাস বয়সের মধ্যে কোনো একটি শব্দ না বলা।
২৪ মাস বয়সের মধ্যে দুটি শব্দ না বলা।
আগে রপ্ত করা কোনো দক্ষতা যে কোনো সময় যে কোনো বয়সে কমে যাওয়া।
কিন্তু এই পাঁচটি লক্ষণ থাকলেই যে শিশু অটিজমের শিকার হবে তা নয়। অটিজমের এই লক্ষণগুলো আরও ভালোভাবে নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, ডেভেলপমেন্টাল পেডিয়াট্টিক, স্পিচ, অকুপেশনাল ও ফিজিক্যাল থেরাপিস্ট, লারনিং কনসালট্যান্ট, স্পেশাল এডুকেশন টিচার ও অটিজম সংক্রান্ত বিষয়ে দক্ষ গবেষক দ্বারা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণের মাধ্যমে শিশু অটিজমের শিকার কিনা তা নির্ণয় করতে হবে।
অটিজম নির্ণয়ে চিকিৎসা শাস্ত্রীয় কোনো পরীক্ষা-নিরীক্ষা এখন পর্যন্ত প্রয়োগ করা হয় নেই। অটিজম শিশুর আচরণ পর্যবেক্ষণ করে নির্ণয় করা হয়।
অটিজম স্পিকস এর মতে, যদি নিম্নের সাতটি লক্ষণের মধ্যে একটিও বাচ্চা দেখায় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
১। ছয় মাস কিংবা তারও পরে হাসি কিংবা আনন্দের কোন প্রকাশ না দেখানো
২। নয় মাস বয়সের মধ্যে সামনে ও পশ্চাতে কোন শব্দ, হাসি কিংবা অন্য কোন মুখভঙ্গির আদানপ্রদান না করা
৩। ১২ মাস বয়সের মধ্যে কোন শব্দ না করা
৪। ১২ মাস বয়সের মধ্যে কোনকিছুর দিকে ইশারা করা, দেখানো, হাত নাড়া বা আঁকড়ে না ধরা
৫। ১৬ মাস বয়সের মধ্যে একটিও শব্দ না বলা
৬। ২৪ মাস বয়সের মধ্যে দুটি শব্দ না বলা।
৭। আগে রপ্ত করা কোনো দক্ষতা যে কোনো সময় যে কোনো বয়সে কমে যাওয়া।
তথ্যসূত্র: তথ্য আপা প্রকল্প