জেনে নিন গর্ভকালিন ডায়াবেটিস কী
প্রকাশ | ২১ জুন ২০১৭, ১৯:৩৬
অনলাইন ডেস্ক
অনেক সময় গর্ভবতী অবস্থায় মায়েদের ডায়াবেটিস ধরা পড়ে যা সন্তান প্রসবের পর আর থাকে না, এই ধরনের ডায়াবেটিসকে গর্ভকালিন ডায়াবেটিস (Gestational diabetes) বলা হয়।
এর কারনে গর্ভবতী মা, ভ্রুন, নবজাতক সকলেই বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে পারে।
বিপদ এড়াবার জন্য গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে ইনসুলিন ব্যবহার করতে হতে পারে। এসকল অবস্থায় সন্তান ভূমিষ্ঠের সময় প্রসূতিকে অবশ্যই হাসপাতালে ভর্তি রাখা উচিত।