১৩টি ক্যানসারের কারণ স্থুলতা!
প্রকাশ | ১৪ মে ২০১৭, ০০:৩৬
স্থূলতার জন্যে শরীরে ১৩ রকমের ক্যানসার বাসা বাঁধতে পারে। এগুলো হলো খাদ্যনালীর ক্যানসার, অগ্ন্যাশয়ের ক্যানসার, পাকস্থলীর ক্যানসার, কোলন ও রেকটাম ক্যানসার, গলব্লাডারের ক্যানসার, ফুসফুস ও কিডনির ক্যানসার, স্তনের ক্যানসার, জরায়ুর ক্যানসার, ডিম্বাশয়ের ক্যানসার।
যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের একটি গবেষণায় এর প্রমাণ মিলেছে। গবেষণায় দেখা যায়, অতিরিক্ত মেদ জমলে ফ্যাট সেল থেকে যে হরমোন এবং প্রোটিন নিসৃত হতে শুরু করে তা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে যায়। এর থেকেই বাড়তে থাকে ক্যানসারের সম্ভাবনা। ফ্যাট সেল ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের পথেও বাধা হয়ে দাঁড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে ১.৯ বিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলকায়। যেটি তাদের জীবনকে সঙ্কটাপন্ন করে তুলেছে।