স্তন ক্যানসার পরীক্ষা: ৪০ ভাগ মৃত্যু হ্রাস
প্রকাশ | ২২ জুন ২০১৬, ১৯:০৭
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যানসার রিসার্চ (আইএআরসি) সাম্প্রতিক গবেষণার বরাতে বলেছে স্তন ক্যানসার আছে কি না তা যাচাইয়ের পরীক্ষা এই রোগে মৃত্যুর ঝুঁকি প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিতে পারে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।
আইএআরসি বিশেষজ্ঞদের নিবন্ধে বলা হয়েছে, ৪০ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ক্ষেত্রে স্তন পরীক্ষা কতটা সুফল বয়ে আনছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ৫০ বা তার চেয়ে বেশি বয়সী নারীদের ক্ষেত্রেই স্তন ক্যানসার পরীক্ষার এই সুফল বেশি মিলছে বলেও বেরিয়ে এসেছে। দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করা ১১টি পরীক্ষা এবং ৪০টি পর্যবেক্ষণমূলক গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে তাদের এই নিবন্ধে।
আইএআরসির বিশেষজ্ঞ প্যানেলের দুই সদস্য অধ্যাপক স্টিফেন ডাফি ও জুলিয়েটা প্যাটনিক এই বিশ্লেষণ হাজির করেছেন। ডাফি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ক্যানসার পরীক্ষা বিষয়ের অধ্যাপক এবং প্যাটনিক ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের রোগ নির্ণয় কর্মসূচির প্রধান। তাঁদের বিশ্লেষণী নিবন্ধটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক ডাফি বলেন,‘এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি দুনিয়ার নারীদের এই বিষয়ে পুনরায় আশ্বস্ত করবে যে, স্তন ক্যানসার পরীক্ষায় জীবন বাঁচানো যায়। তথ্য-উপাত্তই প্রমাণ করছে যে, শুরুর দিকেই ক্যানসার নির্ণয় করতে পারার ক্ষেত্রে স্তন পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে এবং এতে মৃত্যুর সংখ্যা কমে আসছে।’
সমালোচকেরা বলছেন, স্তন ক্যানসার থেকে মৃত্যুর ঝুঁকি কমা প্রসঙ্গে এমন পরীক্ষার কার্যকারিতাকে অত্যধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার এপিডেমিওলজি ইউনিটের পরিচালক ভ্যালেরি বেরাল বলেন, স্তন ক্যানসারে মৃত্যুর সংখ্যা গত ২০ বছরে প্রায় অর্ধেক কমে এসেছে। হরমোনাল থেরাপি, কেমোথেরাপিসহ নানান উন্নত চিকিৎসার ফলে এটা সম্ভব হয়েছে। শুরুতেই রোগ নির্ণয়ে স্তন পরীক্ষা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভূমিকা রেখেছে, তবে এটাই ৪০ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমিয়েছে এভাবে বলাটা গ্রহণযোগ্য নয়।
ম্যামোগ্রাম করার ভালো-মন্দ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক অবসানের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যানসার রিসার্চের এই বিশ্লেষণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।