জন্মনিয়ন্ত্রণ পিলে স্তন ক্যান্সার!
প্রকাশ | ২২ জুন ২০১৬, ১৬:১৪
জন্ম নিয়ন্ত্রণে জন্ম বিরতিকরণ পিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বেশীর ভাগ নারীরা জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল বা বড়ি ব্যবহার করে থাকেন। এই পদ্ধতি আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
পার্শ্বপ্রতিক্রিয়া থাকা সত্ত্বে অনেকের শরীরে তা মানিয়ে যায়। জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহারে অনেকে মোটা হয়ে যান। একটি পিল শরীরে মানানসই না হলে চিকিৎসকরা অন্য পিল খেতে পরামর্শ দেন। তবে তুলনামূলক কম ঝামেলাযুক্ত এই পদ্ধতিই এখন পর্যন্ত আমাদের দেশে জনপ্রিয়। কিন্তু বেশিদিন ধরে একনাগারে পিল খেয়ে গেলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ’- এর একটি প্রকাশনায় এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গেছে, জন্মনিয়ন্ত্রণ পিলে উচ্চ মাত্রায় ইস্ট্রোজেন থাকে যা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ওয়াশিংটনের ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের পাবলিক হেলথ সায়েন্সের বৈজ্ঞানিক এলিজাবেথ এফ. বিয়েবার জানিয়েছেন, গত বছরে যে সংখ্যক নারীর স্তন ক্যান্সার হয়েছে, তাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে পিল সেবন করেছেন। তিনি বলেন, পিল সেবনে কম বয়সী নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি অনেক কম থাকে। যেসব পিলে ইস্ট্রোজেনের পরিমাণ কম থাকে সেগুলিতে স্তন ক্যানসারের ঝুঁকি কম থাকে।