বিশ্বে ১০ মৃত্যুর ১টি ঘটছে ধূমপানে

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ২০:৩৪ | আপডেট: ০৬ এপ্রিল ২০১৭, ২০:৪৪

অনলাইন ডেস্ক

বিশ্বে প্রতি দশ জনের মধ্যে অন্তত একজন মারা যাচ্ছেন ধূমপান করার কারণে। তাছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়াতে প্রায় অর্ধেক মানুষ ধূমপানের কুফলে মারা যাচ্ছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে।

তাছাড়া কয়েক দশক থেকে তামাক নিয়ন্ত্রণনীতি চালু হলেও ধূমপায়ীদের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেও সতর্ক করেছেন এতে সংশ্লিষ্ট গবেষকরা। উন্নয়নশীল দেশগুলোতে গড়ে ওঠা নতুন বাজারকে টার্গেট করছে তামাক কোম্পানিগুলো, এর কারণে এসব অঞ্চলের মৃত্যুহার আগের তুলনায় অনেক বেড়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তারা।

‘দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ শিরোনামের এই গবেষণা প্রতিবেদনটি আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে। 

গবেষক ডক্টর এমানুয়েলা গাকিডো বলেন, স্বাস্থ্যের উপর তামাকের ঝুঁকি নিয়ে অর্ধশতাব্দী আগে থেকেই মানুষের ধারণা থাকলেও, এখনো প্রতি চারজন পুরুষের একজন প্রতিদিন ধূমপান করেন। এছাড়া অকাল মৃত্যু ও পঙ্গুত্বের জন্য ধূমপান দ্বিতীয় বৃহত্তম কারণ বলেও সতর্ক করেন তিনি।

এই গবেষণা প্রতিবেদনটি ১৯৫টি দেশ ও অঞ্চলের ১৯৯০-২০১৫ সাল পর্যন্ত ধূমপানের অভ্যাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা যায়, ২০১৫ সালে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন ধূমপান করেছেন। প্রতি চার জন পুরুষের একজন এবং বিশ জনের মধ্যে একজন নারী। ১৯৯০ সালের তুলনায় ধূমপায়ীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭০ মিলিয়ন। তামাকজনিত মৃত্যুর সংখ্যা ২০১৫ সালে ছিল ৬৪ লাখ। যা ১৯৯০ সালের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত ২৫ বছরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ধূমপান কমিয়ে আনার ক্ষেত্রে অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলেও এতে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি