নিয়মিত পিল সেবনে স্তন ক্যান্সার প্রতিরোধ
প্রকাশ | ১২ জুন ২০১৬, ০৩:২৮
অনলাইন ডেস্ক
যাদের শরীরে স্তন ক্যান্সারের সম্ভাবনা খুব বেশি নয় তাদের পক্ষে টানা পাঁচ বছর নিয়মিত পিল (বড়ি) সেবন এর মাধ্যমে স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য বিষয়ক এনএইচ নির্দেশিকায় এমন পরামর্শ দেওয়া হয়েছে।
যাদের শরীরে স্তন ক্যান্সারের ঝুঁকি ৮০ শতাংশের কম ট্যামোক্সিফেন ও রেলোক্সিফেন নামের দুটি ক্যান্সাররোধকারী দুটি পিল সেবন করলে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি ৩০ বা ৪০ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে এনএইচ।
তবে এই পিল দুটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলেও ব্রিটেনে এখন অনুমোদন পায়নি।