মায়ের চুমুতে রোগ প্রতিরোধ!
প্রকাশ | ১২ জুন ২০১৬, ০১:১৭
অনলাইন ডেস্ক
মায়ের চুমুতে রোধ হয় শিশুর কান, গলার ইনফেকশন।
জন্মানোর পরই মায়ের কাছ থেকে সব সন্তান প্রথম পায় উষ্ণ আদর। মায়ের চুমু সদ্যজাত সন্তানের প্রতিষেধক হিসেবে কাজ করে। গলা ও কানের ইনফেকশন রোধ হয় মায়ের প্রথম চুমুতে। নিউজিল্যান্ডের এক গবেষণা থেকে এমনটি জানা গেছে।
ইউনিভার্সিটি অফ ওটাগোর গবেষকরা জানিয়েছেন, মায়ের চুমু থেকে সন্তানের গায়ে কে-১২ নামে একটি ব্যাকটেরিয়া চলে যায়। তারা জানায়, সন্তান জন্মানোর এক মাস আগ থেকে মায়ের মুখে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে থাকে যা কিনা কান ও গলার ইনফেকশন এর প্রতিষেধক হিসেবে কাজ করে।