বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে করণীয়

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৬, ০২:৩৩

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারাতে গ্যাস ট্যাঙ্ক লিকেজ হয়েছে। আর এ অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে আনোয়ারা, পতেঙ্গা, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ কিছু এলাকায়। ফলে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৫০ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ গ্যাস ছড়িয়ে পড়লে যা করণীয় -

- আগুন বন্ধ রাখুন।
- গ্যাস বালব বন্ধ রাখুন।
- লাইটার, মোমবাতি জ্বালাবেন না।
- ধূমপান করবেন না।
- আস্তে ধীরে ঘর থেকে বের হয়ে দূরে কোথাও অবস্থান করুন।
- আক্রান্ত জায়গায় নিঃশ্বাস কম নেয়ার চেষ্টা করুন।
- তাওয়াল বা স্কার্ফ টাইপ কিছু দিয়ে মুখ, নাক ঢেকে রাখুন।
- গ্যাস না আসার জন্য দরজা জানালা বন্ধ করে গুমট অবস্থার সৃষ্টি করবেন না। সম্ভব হলে দূরে কোথাও চলে আসুন। বিশেষ করে যাদের ঘরে শিশু, বৃদ্ধ, শ্বাসকষ্টে আক্রান্ত কেউ আছে।


অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ক্ষারীয় ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আতংকগ্রস্থ না হয়ে ধীরে সুস্থে নিরাপদ দুরত্বে চলে যান।


কখন বুঝবেন কেউ অ্যামোনিয়ার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হচ্ছে -

- কাশি
- বুকে ব্যাথা
- বুকে টান
- শ্বাসকষ্ট


কেউ এ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তাকে পানি / দুধ খেতে দিন। তবে বমি হতে থাকলে দিবেন না। আর গ্যাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং তার বিস্তৃতি কতটুক হতে পারে তার বলা না গেলেও ক্ষতির পরিমাণ বেশীও হতে পারে কমও হতে পারে। সাবধান থাকা দরকার তাই যতটুক সম্ভব দূরে কোথাও চলে আসুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত