বিশ্বে একদিনে নতুন করে মৃত্যু ৬ হাজার, শনাক্ত ৩ লাখ

প্রকাশ | ২৮ জুন ২০২১, ১২:১৪

অনলাইন ডেস্ক

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পরা মহামারি করোনা প্রতিনিয়ত রূপ বদলে আরো শক্তিশালী হয়ে উঠছে। লাগামহীন হয়ে উঠছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডোমিটার সবশেষ তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩ হাজার ৩৬৫ জন।

সোমবার (২৮ জুন) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৬৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৭ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৯৬২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪২৪ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৭ হাজার ৩৩৫ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ৯৬৩। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৬১ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ২ হাজার ২৬০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৫৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৩ হাজার ৫৪৪ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৯৯২ জন।